ঢাকা বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা প্রতিনিধি
২৬ ডিসেম্বর, ২০১৭ | ১৩:৪১

চুয়াডাঙ্গায় এসআইকে ‘কুপিয়েছে’ দুর্বৃত্তরা

tesst হাসপাতালে চিকিৎসাধীন আহত এসআই মো. ওহিদুজ্জামান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়েছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে এক দুর্বৃত্তকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

২৫ ডিসেম্বর সোমবার রাত ৯টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. ওহিদুজ্জামান। তিনি চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে ওই দুর্বৃত্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন জানান, শহরের হকপাড়া, ফার্মপাড়া ও দক্ষিণ গোরস্থান পাড়ায় এক নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে গত তিনদিন ধরে দুর্বৃত্তের দুদলের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থলে সাদা পোশাকে টহলে গেলে দুর্বৃত্তরা তাকে প্রতিপক্ষের লোক ভেবে কোপাতে থাকে। পরে পোশাক পরা সদস্যরা এস আইকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় এলাকাবাসী হামলাকারী মিন্টু হোসেন নামের একজনকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তারিক হাসান জানান, পুলিশ কর্মকর্তা আশংকামুক্ত আছেন। অন্যদিকে গণপিটুনিতে আহত মিন্টুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।