ঢাকা শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনিয়র রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৮:২৬

তরুণদের উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান

tesst

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, আজ থেকে ১০-২০ বছর পর পৃথিবীতে কী ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, সেজন্য কী করতে হবে এসব বিষয়ে দেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবনী কাজ করতে হবে। উদ্ভাবনকে মূল্য দিতে হবে, লালন করতে হবে। উদ্ভাবনী কাজে তরুণদের আগ্রহী করতে উন্নত প্রযুক্তি বিষয়ে গবেষণার জন্য সরকার পৃষ্ঠপোষকতা করবে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন দিনব্যপী ‘১৮তম নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপো ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ২০২১ সালের মধ্যে সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। এখন একটি বাড়ি তৈরি করার সময় অনেকেই প্রাকৃতিক আলো-বাতাসের বিষয়গুলো নিয়ে সঠিকভাবে চিন্তা করে না। এসব বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাওয়ার ডিভিশনের এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান শাহীন আহমেদ চৌধুরী, সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটির (স্রেডা) চেয়ারম্যান হেলাল উদ্দিন, স্রেডা’র সদস্য সিদ্দিক জোবাইর । সহ-সভাপতি ছিলেন শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ উদ্যোগে এই জাতীয় সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জমাদির প্রদর্শনী হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজন চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। সেমিনারের প্রধান বিবেচ্য বিষয় টেকসই জ্বালানি ব্যবস্থাপনা।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ব্যবস্থাপনা ও কারিগরি বিষয়সহ নানা খাতের ব্যক্তিবর্গের সমন্বয়ে উন্নত প্রযুক্তি নিয়ে নতুন নতুন উদ্যোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে উদ্ভাবনী বিষয় নিয়ে বিভিন্ন প্রকল্প বিষয়ে উপস্থাপনাকারীদের উদ্দেশে শাহীন আহমেদ চৌধুরী বলেন, নতুন উদ্ভাবনী নিয়ে যারা কাজ করছেন তারা তাদের কাজের ফলাফলকে বিপননের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌছানোর কাজ করছেন না। এটি খুব দরকার। এসব বিষয়ে গবেষকদের তার প্রতিষ্ঠান থেকে তহবিল দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

হেলাল উদ্দিন বলেন, ‘আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে স্কুল পর্যায়ে এনার্জি ইফিশিয়েন্সি নিয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে ¯্রডো।’

সিদ্দিক জোবাইর বলেন, ‘রান্নার ভবিষ্যত জ্বালানি বিষয়ক যেসব উদ্ভাবনী হচ্ছে সেগুলো বিজ্ঞান সম্মত ও স্বাস্থ্য সম্মত হওয়া উচিত।’

৩ দিনব্যাপী এই সম্মেলন ও মেলার ব্যবস্থাপনা সহযোগী হিসেবে থাকছে মিডিয়া মিক্স কমিউনিকেশনস, প্লাটিনাম স্পন্সর হিসেবে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড ও সিলভার স্পন্সর হিসেবে আছে সামিট পাওয়ার লিমিটেড।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত জনসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।

বিষয়সমূহঃ