ঢাকা বুধবার | ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০১৭ | ২০:১১

তরুন সংঘের সভাপতি হলেন আজাদ

tesst

ফেনীর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন তরুন সংঘের কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ১৬ ডিসেম্বর সংগঠনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দেশী ও বিদেশী ভোটারদের সর্বোচ্চ ভোট পেয়ে নূর শাহ মোহাম্মদ আজাদ সভাপতি নির্বাচিত হয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন পরিচালক সফিকুর রহমান দুই বছর মেয়াদী ১৭ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন তরুন সংঘের চেয়ারম্যান আনোয়ার হোসেন সোহাগ।

পরিষদের অন্যরা হলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি হুমায়ুন কবির, শহীদুল ইসলাম রকি, সহ-সধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান।

অনুষ্ঠিত নির্বাচন সঞ্চালনা করেন সহকারী নির্বাচন পরিচালক মাসুদ পারভেজ রাসেল। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আজীবন সদস্য মিজানুর রহমান মিজান।

১৯৮৬ সালে ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন তরুন সংঘ প্রতিষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারীতে ৩২ বছর পূর্তি উৎসব করতে যাচ্ছে। দীর্ঘ এই পথ চলায় সংগঠনের সদস্যদের ত্যাগ ও ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন স্কুল, হাসপাতাল ও গ্রন্থাগার। অবদান রেখেছে, সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে।

নূর শাহ মোহাম্মদ আজাদ বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটির (বিজেডিএস) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। -বিজ্ঞপ্তি।

আগামীনিউজ২৪.কম/কেএম

বিষয়সমূহঃ