ঢাকা শুক্রবার | ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের একটি দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় জাহাঙ্গীর ওরফে জালাল উদ্দিন নামের এক পুলিশ পরিদর্শক মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। তিন তলা ওই ভবনের তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর মাথায় গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অব্স্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে তারা স্কয়ার হাসপাতালে যান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র চুরি হয়। ওই অস্ত্র উদ্ধার করতে এ অভিযান চালানো হয়। গোলাগুলির খবর পেয়ে সোয়াট সদস্যরাও ঘটনাস্থলে যান।
পীরেরবাগে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ওই বাসাসহ আশপাশের বাসাগুলোয় তল্লাশি চালানো হচ্ছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে। তবে ধারণা করছেন, সন্ত্রাসীরা গোলাগুলির এক পর্যায়ে বাসার পেছনের দিক দিয়ে পালিয়ে গেছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, ওই বাসায় সন্ত্রাসীরা অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সোমার নেতৃত্বে অভিযান চালানো হয়। বাসা থেকে নারীসহ সন্ত্রাসীদের কয়েক স্বজনকে আটক করা হয়েছে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম