ঢাকা সোমবার | ১৮ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৮ নভেম্বর, ২০১৭ | ০৬:১১

গোয়া উৎসবে প্রদর্শিত জয়ার ‘বিসর্জন’

tesst

৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’।

শনিবার রাত সাড়ে আটটায় ভারতের গোয়ায় অনুষ্ঠিত ওই উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়।

উৎসবে অংশ নিতে জয়া এখন অবস্থান করছেন ভারতে। তার সঙ্গে আছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি, সহশিল্পী আবির চট্টোপাধ্যায়সহ ‘বিসর্জন’ সিনেমায় অভিনেতা-অভিনেত্রীরা।

জয়া আহসান এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এটা পুরো টিমের জন্য গর্বের ব্যাপার। এই উদযাপনের সময় ছবিটির সংগীতে অবদানের জন্য মনে পড়ছে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। আমরা বিসর্জন-এর সব অর্জন উৎসর্গ করছি প্রিয় কালিকাদার প্রতি।

যারা গোয়া উৎসবে যাওয়ার সুযোগ পাননি তাদের জন্য ভারতের জি বাংলা চ্যানেলে সিনেমাটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে বলেও জানিয়েছেন জয়া।

বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির গল্প তুলে ধরা হয়েছে ‘বিসর্জন’ সিনেমায়। এতে জয়ার চরিত্রের নাম পদ্মা। পদ্মা চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে দুটি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।