ঢাকা শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
৮ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৬:২২

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদার রায়ের খবর

tesst

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর এ রায়ের খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

বিবিসির অনোইন সংস্করণে ‘দুর্নীতির মামলায় দোষী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’ শিরোনামে প্রতিবেদন করা হয়েছে।

এতে তার পাঁচ বছরের কারাদণ্ডের কথা জানিয়ে বলা হয়, আদালতে দুর্নীতির কথা অস্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

বার্তা সংস্থা এপির খবরে রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ উত্তেজনার খবর দেওয়া হয়েছে। প্রতিবেদনে মামলাটিকে ‘স্পর্শকাতর’ আখ্যা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভর খবরে বলা হয়, দুর্নীতির মামলায় বাংলাদেশের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় হয়েছে।

রায় ঘোষণার কথা জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদাকে অর্থআত্মাসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি সমর্থকেদর সংঘর্ষ হয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

বিষয়সমূহঃ