ঢাকা শুক্রবার | ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
ধামরাই প্রতিনিধি: একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে বাসের চালকসহ ৪০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই, কালামপুর, সাভার, মির্জাপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব- ১৪-৪৮৮৬) ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে সাইড দিতে গেলে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি গাছের ভেতরে ঢোকে সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এ সময় বাসচালক, নারী-শিশুসহ ৪০ জন আহত হয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় আব্দুল গফুর ও দেলোয়ার হোসেন জানান, সরু সড়কে দূরপাল্লার বাস পাল্লা দিয়ে চলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। গত সাতদিনে ধামরাইয়ের এই সরু সড়কে আটটি দুর্ঘটনায় আন্তত শতাধিক লোক আহত ও দুইজন নিহত হয়েছে।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জুয়েল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।
আগামীনিউজ২৪ডটকম/এসএম
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম