ঢাকা শুক্রবার | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অমর একুশে বইমেলায় এসেছে মুত্তাকীন হাসানের ইংরেজি কবিতার ভিন্নধর্মী বই এ্যা সিড অব ড্রিম। মুত্তাকীন হাসানের এই বইটি ইতোপূর্বে লাইব্রেরী অফ কংগ্রেসে স্থান পেয়েছিলো।এবারের মেলায় বইটি সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৪২ নং সাম্প্রতিক প্রকাশনার স্টলে পাওয়া যাচ্ছে।
কবি মুত্তাকীন হাসান বর্তমানে বহুজাতিক একটি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ ফার্মা এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা, ফেডারেশন অব বাংলাদেশ এইচআর অর্গানাইজেশনের ওয়ার্কিং কমিটির সদস্য মুত্তাকিন হাসান। মুত্তাকীন হাসান বইটি নিয়ে বলেন, ” আমার মনের কথাগুলো বৈশ্বিক পাঠকদের কাছে পৌঁছাতে এটা খুবই সুন্দর একটা উপলক্ষ্য। আমাদের বইমেলা আমাদের প্রাণের মেলা, বইটি সংগ্রহ করলে পাঠক এক ভিন্ন ভাবানুভাবের সন্ধান পাবেন।”
এরআগে মুত্তাকীন হাসানের শুধু একটিবার মুখ তুলে চাও, স্কাই অফ ড্রিম নামের দুটো বই প্রকাশ হয়েছে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম