ঢাকা বুধবার | ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হবে বিপিএলের পরবর্তী আসর। বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন , দেশের উইকেট আম মাঠ গুলোকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য তিনজন ভারতীয় কিউরেটর নিয়োগ দিয়েছে বিসিবি। ভারতের নাগপুর স্টেডিয়ামের সাবেক কিউরেটর প্রবীন হিঙ্গনিকর ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং বাকি দুজন এ মাসেই আসছে।
পরবর্তী বিপিএল এ স্পাইডার ক্যাম, ডিআরএস ও এলইডি লাইট যুক্ত জিংস স্টাম্প এর মত প্রযুক্তি ব্যবহার করা হবে বলেন পরিচালক জালাল ইউনুস। তিনি আরও জানান, টিভি রাইটসের পরবর্তী চুক্তিতে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট সম্প্রচারের শর্তও থাকবে। সারাবিশ্বে এখন আধুনিক প্রযুক্তি ক্রমেই আকর্ষণে পরিনত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ গুলো।
আগের আসর গুলোতে স্পাইডার ক্যাম, আল্ট্রা স্লো মোশনের মতো প্রযুক্তি আর উন্নত ব্রডকাস্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও আইপিএল, বিগব্যাশ, পিএসএল এর মতো আসরগুলো যেখানে নজর কাড়ছে সেখানে অনেকটাই পিছিয়ে বিপিএল। তিনি বলেন এই দুঃখ সামনের আসর থেকে ঘুচাবে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম