ঢাকা সোমবার | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলা প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৮:০৮

মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

tesst

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বাংলা ভাষা ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সাহিত্য-সংস্কৃতি বোঝে না। তারা মানুষের মঙ্গলের কথাও ভাবে না।

বক্তব্য শেষে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে তিনি বইমেলা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।

বিষয়সমূহঃ