ঢাকা শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন মারাত্মক এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাজস্থানের চিত্তোরের কাছে তাকে বহনকারী গাড়িটি একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপরই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
চিত্তোরগড় থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে কোটা-চিত্তোর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
চিত্তোরগড়ের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুরেশ খাতিক বলেছেন,
‘ যশোদাবেন ঠিক আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।’
যশোদাবেনকে বহনকারী গাড়িটিতে মোট সাতজন ছিলেন। তারা সবাই তার আত্মীয় বলে ধারণা করা হচ্ছে।
তাদের মধ্যে বসন্ত বাই নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটির চালক জয়েন্দ্র মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পরিবারটি বরন এলাকার আত্রু থেকে উনঝা গুজরাটে যাচ্ছিল বলে জানা গেছে।
এর আগে দুর্ঘটনায় যশোদাবেনের মাথায় আঘাত লেগেছে বলে জানানো হয়েছিল।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম