ঢাকা রবিবার | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলছে ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড-২০১৭’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
সম্মানজনক এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন এদেশের ‘ফ্ল্যাগ গার্ল’ বা ‘পতাকা বালিকা’ হিসেবে খ্যাত প্রিয়তা ইফতেখার।
কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রিয়তা আগে থেকেই যুক্ত ছিলেন ট্রাভেল, ভিডিও ব্লগিং, ফিল্ম মেকিংসহ বিভিন্ন কাজের সঙ্গে।
প্রিয়তাসহ ৫০ জন প্রতিযোগী ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড-২০১৭’ প্রতিযোগিতায় লড়ছেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে এরই মধ্যে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারা। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড-২০১৭’ প্রতিযোগিতার ফাইনাল।
বিষয়সমূহঃTags: পর্যটন, প্রিয়তা, মিস ট্যুরিজম ওয়ার্ল্ড-২০১৭
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম