ঢাকা শুক্রবার | ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন গুরুতর চোট পেয়েছেন। ডান হাঁটুতে পাওয়া এই চোট ভয়াবহ হতে পারে। আশঙ্কা রয়েছে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার। তবে এখনও পরিষ্কার বলা যাচ্ছে না। এমআরআই করাতে এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নাসির।
বর্তমান জাতীয় দলে যাওয়া-আসার মধ্যেই আছেন এক সময়কার ‘ফিনিশার’ খেতাব প্রাপ্ত নাসির হোসেন। ঘরোয়া লিগে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে জাতীয় দলের সুযোগ মিললেও সেটা পর্যাপ্ত হচ্ছে না। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন গুরুতর ইনজুরির শিকার হলেন এই ডানহাতি ক্রিকেটার।
জানা গেছে ফিটনেস অনুশীলনের সময় চোট পেয়েছেন নাসির। পরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে হাঁটু দেখান নাসির । প্রাথমিকভাবে দেবাশীষ চৌধুরী মনে করছেন, ডান হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন । যার ফলে এমআরআই করাতে নাসিরকে অ্যাপালো হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
দেবাশীষ চৌধুরীর মতে, নাসিরের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আশঙ্কা আছে। আর এমআরআই রিপোর্টে সেই আশঙ্কা সত্যি হলে করাতে হবে অস্ত্রোপচার। এতে কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে নাসিরকে।
এদিকে আজ (১০ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড। এতে স্বাভাবিকভাবেই খেলা হচ্ছে না নাসিরের। শুধু চতুর্থ রাউন্ডই নয় গুরুতর চোট পাওয়ায় বিসিএলের বাকি তিন রাউন্ড থেকেই ছিটকে গেছেন নাসির নিশ্চিত করেছে বিসিবি নর্থ জোনের কোচ জাফরুল এহসান।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম