ঢাকা শনিবার | ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বইমেলায় পাওয়া যাবে নাসির আহমাদ রাসেলের লেখা বই ‘অনলাইন সাংবাদিকতা’। এই বইয়ে অনলাইন সাংবাদিকতার শুরুর কথা, অনলাইন সংবাদ মাধ্যমের পরিচিতি, পদ-পদবি, বেতন কাঠামো, নিবন্ধন, নীতিমালা, কর্মরত সাংবাদিকদের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়েছে।
অনলাইন সাংবাদিকতায় আগ্রহী নতুনদের জন্য দিক নির্দেশনা রয়েছে এ বইটিতে। এককথায়, অনলাইন সংবাদমাধ্যম বা সাংবাদিকতা নিয়ে সুস্পষ্ট ধারণা দেয়া হয়েছে। অনলাইন সংবাদ সংস্থার জনপ্রিয় কয়েকজন সম্পাদক ও গণমাধ্যম বিষেশজ্ঞের সাক্ষাৎকারও রয়েছে বইটিতে।
বইয়ের ভূমিকায় গবেষক ও কলামিস্ট আরশাদ সিদ্দিকী লিখেছেন, ‘লেখক বইটিতে অনলাইন সাংবাদিকতার প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা নিয়ে আলোকপাত করেছেন। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার সম্যক পরিচিতি পাওয়া যাবে এ সংকলনে। যদিও লেখক নতুন ধারার এ সংবাদমাধ্যমে কাজ করতে এবং সংবাদ পেতে আগ্রহী-উভয় পাঠকগোষ্ঠীর উপযোগী বিষয়বস্তুর সন্নিবেশ ঘটানোর প্রয়াস করেছেন। বিশেষ করে যারা প্রযুক্তিনির্ভর নতুন ধারার সংবাদমাধ্যমের সাথে নিজেদের যুক্ত করতে চান।’
বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনী। মূল্য ১৫০ টাকা। অনলাইনে বইটি কেনা যাবে রকমারি ডটকমে।
বিষয়সমূহঃTags: অনলাইন সাংবাদিকতা, সাহিত্যদেশ
পূর্বের সংবাদ
শিরোনাম