ঢাকা শুক্রবার | ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে রিয়াদ বিমানবন্দর সংলগ্ন আল-নূরা ইউসিভার্সিটির আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সারওয়ার আলম জানান, আল-নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকজন নিহত হয়েছেন। পুড়ে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে।
নিহত সাতজন নির্মাণ শ্রমিক। সহকর্মীরা নিহতদের নাম এবং তাদের বাংলাদেশের ঠিকানাও জানিয়েছেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশিসহ পনেরো জন নিহত হয়েছেন। ৮-১০ জন আহত হয়েছেন।
এখন পর্যন্ত ছয় বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দূতাবাস। তারা হলেন- আগুনে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪) ও সিলেটের জোবায়ের (৪৫)।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। তখন সেখানে ৪৫ জন ছিলেন।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম