ঢাকা মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’ ছবিতে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছবিতে আলাউদ্দিন খলজির চরিত্রটি নিপুণভাবে ফুটিয়ে তুলতে তিনি নাকি গত দেড় বছর ধরে সবসময়ই চরিত্রটির সঙ্গেই ওঠাবসা করেছেন।
তবে এতো পরিশ্রম যে চরিত্রের জন্য সেটি নাকি তার স্বপ্নের চরিত্র নয়। শুক্রবার ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন রণবীর। একই সঙ্গে জানিয়েছেন নিজের স্বপ্নের চরিত্রের কথাও। জানিয়েছেন, তিনি চান কোনো ছবিতে ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে। আর সেটাই নাকি তার স্বপ্নের চরিত্র।
রণবীরের কথায়, ‘আমি অপেক্ষায় আছি, কেউ এমন একটা গল্প নিয়ে আমার কাছে আসবে, যা আমাকে আবেগতাড়িত করে তুলবে। আমি এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে চাই।’
তিনি বলেন, ‘আমি সেই মানুষদের শ্রদ্ধার্ঘ্য জানাতে চাই যারা দেশের জন্য প্রতিনিয়ত শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে চলেছেন। আমি সেই সেনার চরিত্রে অভিনয় করতে চাই। আর এভাবেই তাদের সম্মান জানাতে চাই। তাদের সাহসিকতা, স্বার্থত্যাগকে সম্মান জানতে চাই। আমাদের সুরক্ষিত রাখার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। আর সে কারণেই আমি কোনো সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে চাই।’
স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগ রণবীরের জীবনে কখন আসে সেটাই এখন দেখার বিষয়। সূত্র: জিনিউজ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম