ঢাকা বৃহস্পতিবার | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
১৫ মার্চ, ২০১৯ | ১২:১০

অল্পের জন্য প্রানে বেঁচে গেলো বাংলাদেশ ক্রিকেট দল

tesst

ঠিক ৫ মিনিট আগে হলেই হইত গল্পটা অন্য রকম হতো । বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্স শেষ করার কথা ছিলো ১০ মিনিটে কিন্তু শেষ হই হতে সময় লাগে ১৭ মিনিটের মত এর ফলে ক্রিকেটাররা জুম্মার নামাজ আদায় করতে ৫ মিনিট পরে যায় আর যেয়েই দেখে দৃশ্যপট পুরোই ভিন্ন , রক্তে ভরা মানুষের মৃত দেহ । এসব দেখে ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়ে । তবে, ক্রিকেটারদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তাদের টিম হোটেলে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় পত্রিকা ওটাগো ডেইলি টাইমস জানিয়েছে, এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। ওই আল নুর মসজিদে জুমআর নামাজ আদায় করতে গিয়েছিলো বাংলাদেশ দল।

মসজিদের ভেতর থেকে সামাজিকমাধ্যমে গোলাগুলির লাইভ ভিডিও সম্প্রচার করা হয়।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন শুক্রবারের জুমার নামাজ চলছিল।

পার্শ্ববর্তী লিনউড মসজিদেও হামলায় নিহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে এক প্রত্যক্ষদর্শী তরুণ বলেন, আমি গুলির শব্দ শুনে যতটা সম্ভব দৌড়ে পালিয়েছি। এ সময় আমি অনবরত শুধু গুলির শব্দ শুনেছি।

এছাড়া হ্যাগলি পার্ক এবং স্থানীয় স্কুলে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। নিরপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্রাইস্ট চার্চ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদার্ন এ হামলাকে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে অন্ধকার দিন বলে উল্লেখ করেন।

হ্যাগলি ওভালে অবরূদ্ধ অবস্থায় আছেন ক্রিকেটার, সাংবাদিকরা। তৃতীয় টেস্ট নিউজিল্যান্ড বোর্ড ।

বিষয়সমূহঃ