ঢাকা রবিবার | ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নিউজ
৯ মে, ২০১৮ | ২২:৩৭

আফগানিস্তান সিরিজের সময়সূচি

tesst

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সিরিজের সময়সূচি চূড়ান্ত হয়েছে। তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ আর তিনটি ম্যাচই হবে ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে।

#বাংলাদেশ_আফগানিস্তানঃ

১ম টি-টোয়েন্টি,৩ জুন,রাত সাড়ে ৮টা, দেরাদুন
২য় টি-টোয়েন্টি,৫ জুন,রাত সাড়ে ৮টা, দেরাদুন
৩য় টি-টোয়েন্টি,৭ জুন,রাত সাড়ে ৮টা, দেরাদুন

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল বলেছেন, “বাংলাদেশের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পেরে আমাদের বোর্ড খুশি এবং আশা ব্যক্ত করেন এই সিরিজ দুই দলকেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দিবে।”

এর আগে দুইদল একটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে,২০১৪ সালে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে।

বিষয়সমূহঃ

পূর্বের সংবাদ

«

পরের সংবাদ

»