ঢাকা বুধবার | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঙালী ঐতিহ্য কে ধরে রাখার জন্য আমেরিকার নিউইয়রক শহর আলবেনিতে New Convenant Presbyterian Church, 916 western Ave, Albany, NY শনিবার 6Pm এক অনাড়ম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বাঙালী উৎসব পিঠা পৌষ পার্বন। অনুষ্ঠানটি উৎযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উৎসব সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানটির আয়োজক দিলরুবা কলি বলেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল প্রবাসে যেন আমাদের জাতীয় চেতনা বাঙালী কৃষ্টি কালচার ভুলে না গিয়ে বাঙালী ঐতিহ্য কে বাঙালীরা হৃদয় ধারন ও লালন করে প্রবাসে আমাদের সুনাম সুখ্যাতি ও দেশের ঐতিহ্য কে আরও প্রস্ফুঠিত করি। আমাদের অনুষ্ঠানের মুল আয়োজক তাসলিমা সুলতানা ও আমাদের এইটাই প্রত্যাশা। আমরা আশা করছি এ অনুষ্ঠানে কয়েক শত বাঙালী উপস্থিত থেকে বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠা ও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে আমাদের অনুষ্ঠান কে সফল, সার্থক ও প্রানবন্ত করে তুলবে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম