ঢাকা শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক নয় হাজার ৫১৮ কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর আগারগাওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান, বৈঠকে আনুমানিক ৯,৫১৮.৬২ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
তিনি জানান, মোট আনুমানিক খরচের মধ্যে ৬,৮৫৪.৬৯ কোটি টাকা সরকারি কোষাগার থেকে আসবে। এছাড়া ২,৫৯২.৩৪ কোটি টাকা প্রকল্পের সহায়তা হিসেবে এবং বাকি ৭১.৫৯ কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে আসবে।
অনুমোদিত সবগুলো প্রকল্প নতুন বলে জানান মন্ত্রী।
ব্যয় অনুযায়ী, সবচেয়ে বড় প্রকল্প হল ‘সেবায় প্রবেশাধিকার বৃদ্ধির জন্য শনাক্তকরণ পদ্ধতি’ যার পরিমাণ ১,৮৮৩.৩০ কোটি টাকা। সারা দেশের সকল ভোটারের কাছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছানোর জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম