ঢাকা সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
১১ এপ্রিল, ২০১৮ | ০৯:৪৫

এশিয়া কাপ হচ্ছে আরব-আমিরাতে

tesst

এই বছরের সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ার কাপ। সেই এশিয়া কাপে আয়োজকের হওয়ার কথা ছিলো ভারতে। কিন্তু সেই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে ভারত।

আর এরপরেই আলোচিত হয় কোন দেশ হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আয়োজক? আর গতকাল নির্ধারিত হলো এশিয়া কাপ আয়োজকের দেশের নাম।

শেষ পর্যন্ত ভারত বা বাংলাদেশ কেউই আয়োজক হচ্ছে না, ২০১৮ সালের এশিয়া কাপটি হতে যাচ্ছে সংযুুক্ত আরব আমিরাতে। চলতি বছরের ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টটি হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান এবং ভারতের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই আয়োজক পরিবর্তনের সিদ্ধান্তটা পরিবর্তন হয়েছে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি এ সম্পর্কে বলেছেন, ‘এসিসি বিষয়টি বিবেচনায় এনেছে এবং টুর্নামেন্টটি এগিয়ে নেয়ার সেরা পথ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।’

বিষয়সমূহঃTags: