ঢাকা শুক্রবার | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০১৮ | ১৮:২৩

ওয়াইসিবি’র ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত

tesst

সংবাদ বিজ্ঞপ্তি: গত ১ সেপ্টেম্বর শনিবার হয়ে গেল ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সাসটেইনেবল ক্যারিয়ার কনফারেন্স ২০১৮। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে দিনব্যাপী এই কনফারেন্সি অনুষ্ঠিত হয়।
প্রায় ২৫০ জন শিক্ষার্থী, কর্মজীবী এতে উপস্থিত ছিলেন। কনফারেন্সের ৮ টি ক্যারিয়ার সেশনে তরুণদের সাথে মেলবন্ধন করেছেন স্ব স্ব ক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত ব্যক্তিরা।
কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান বার হোসেইন বোর, ডেপুটি হাই কমিশনার-ব্রিটিশ হাই কমিশন ঢাকা , এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ নিজামউদ্দিন আহমেদ, নাগরিক টিভির সিইও ডঃ আবদুন নূর তুষার, ব্রিটিশ কাউন্সিলের হেড অব সোসাইটি তৌফিক হাসান । কনফারেন্সে সভাপতিত্ব করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিঃ এর পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বিরুনী সুজন। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এবং কম্পিউটার জগত এর যৌথ উদ্যোগে বাংলাদেশের সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন সাতজন তরুণের হাতে তুলে দেয়া হয় ইয়ুথ এক্সিলেন্স এওয়ার্ড ।
অতিথি স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের অশোক বিশ্বাস, জিয়া উদ্দিন মাহমুদ, অপটিমিক্স বিডি’র ডিরেক্টর ইকবাল বাহার, রেডিয়েন্ট ইন্সটিটিউট অব ডিজাইন মডারেটর এর চেয়ারম্যান গুলশান নাসরিন চৌধুরি, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সভাপতি আরেফিন রহমান হিমেল, ক্যাপিটাল ৯৪.৮ এফএম এর অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার আরজে রাশেদ ইমাম প্রমুখ।
পুরো আয়োজনে সহযোগিতায় ছিল গিগাবাইট বাংলাদেশ , সিমুড , সাইফুরস , টোটাল স্টুডেন্ট কেয়ার।##

বিষয়সমূহঃ

preload imagepreload image