ঢাকা সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
কবিতা পাঠ আর কথামালায় বিশ্ব কবিতা দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাকৃতধারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে ‘জীবনে কবিতা, শিল্পে কবিতা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ভাষা আন্দোলন স্মৃতি জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুব। অনুষ্ঠান উৎসর্গ করা হয় জীবন শিল্পের কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি। আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আমিনুর রহমান সুলতান, কবি লুৎফুল হাসান বাবু, নাট্য পরিচালক নূর হোসেন রানা, ছড়াকার মানসুর মোজাম্মিল, কবি নাজমুল আহসান, কবি এম এ মুক্তাদির, কবি এহসানুল ইয়াসমিন, কবি শরাফত হোসেন প্রমুখ। শুরুতে কবি সমাধি স্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রাজু ভাস্কর্য হয়ে আবার সমাধিস্থলে এসে শেষ হয়। এরপর কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করা হয়। সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ রিফাত আমিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা। কবি মোস্তাক মুনতাজের ‘কবিতার ছন্দে তুমি’ বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর ইউনেস্কো প্রদত্ত বিশ্ব কবিতা দিবস ২০১৯’র ঘোষণাপত্র পাঠ করা হয়।
বিষয়সমূহঃ
শিরোনাম