ঢাকা শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টাফ রিপোর্টার
২২ নভেম্বর, ২০১৮ | ১৮:২৫

কমিউনিটি রেডিও স্টেশনে আর্থিক স্বয়ম্ভরতা ও করণীয় শীর্ষক কর্মশালা

tesst

গাইবান্ধায় কমিউনিটি রেডিও স্টেশনে আর্থিক স্বয়ম্ভরতা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এসকেএস ইন্ এর মিটিংরুমে এ কর্মশালা’র আয়োজন করে রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম। ফ্রি প্রেস আনলিমিটেড এর অর্থায়নে এতে সহযোগীতা করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।

সারাবেলা’র স্টেশন ম্যানেজার শান্তা সূত্রধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম সাদিকুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ফ্রিল্যান্স কনসালটেন্ট জেড. আই. ফারুক।

এতে অংশ নেয় সারাবেলা’র উপদেষ্টা কমিটির সদস্য আজহারুল ইসলাম লালু, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আফরোজা লুপু, এ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, বিএনএনআরসি’র প্রোগ্রাম অফিসার জ্যানেট শাপলা চৌধুরী, সারাবেলা’র ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার শাহরিয়ার পলাশ, নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, প্রোগ্রাম প্রোডিউসার কৃষ্ণ কমল, এ্যাকাউন্ট অফিসার ফরহাদ রেজা, বিজনেস প্রোমোশন অফিসার গাজীে আল আরামান, এ্যাসিস্টেন্ট নিউজ প্রোডিউসার আফসানা মিমি, এ্যাসিস্টেন্ট প্রোগ্রাম প্রোডিউসার আঁখি আক্তার, এ্যাসিস্টেন্ট প্রোগ্রাম প্রোডিউসার সানোয়ার রিথান ও সেচ্ছাসেবক নাজমিন নিশা।

বিষয়সমূহঃ