ঢাকা বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৫ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৫:৫৪

কোচের দোষ দেখছেন না তাসকিন

tesst

সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না তাসকিন আহমেদের। তবে কোর্টনি ওয়ালশের বিশেষ ক্যাম্পে সুযোগ পাওয়ার পর আবারও ফর্মে ফেরার স্বপ্ন দেখছেন এই টাইগার পেসার।

শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘কোর্টনি ওয়ালশ প্রতিটা বল আমাদের মার্ক আউট করছেন, বলটা জায়গামতো হচ্ছে কি না। অ্যাকুরেসি ও ভ্যারিয়েশন নিয়ে অনেক কাজ হচ্ছে। আশা করি, এটা সামনের সিরিজে অনেক সাহায্য করবে।’

তাসকিন মনে করেন বোলারদের সমস্যা দক্ষতায়। কোচের দোষ দেখছেন না তিনি। তাসকিন বলেন, ‘আসলে নিজেদের স্কিলের সমস্যা। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নাই। কোচরা ঠিকমতোই পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন, ঘাটতি আমাদের বোলারদের। এটা আমাদেরই ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না, সেটা দেখতে হবে। সুজন স্যার, ওয়ালশ, রিচার্ড বা সিনিয়র প্লেয়াররা ভালোভাবেই দেখভাল করছেন। নিজেদের ফোকাস আর পরিশ্রম ঠিক করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।

তাসকিন বলেন, ‘আসলে টি-টোয়েন্টি বলে না, সীমিত ওভারে ব্যাটসম্যানরা অনেক আগ্রাসী। পিচও ব্যাটিংবান্ধব হয়। এখানে বোলারদেরও ভ্যারিয়েশন বা অ্যাকুরেসি অনেক গুরুত্বপূর্ণ। এসব নিয়েই কাজ করছি।’

বিষয়সমূহঃTags: