ঢাকা শনিবার | ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
১০ জুলাই, ২০১৮ | ১৬:০২

অনশন কর্মসূচিতে বিএনপি নেতারা

খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না

tesst

দুর্নীতির দায়ে কারাগারে আটক বেগম খালেদা জিয়া ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না— এই ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন ও সেনা মোতায়েন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির আরেক সিনিয়র নেতা মওদুদ আহমদ বলেছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। আন্দোলনের মাধ্যমেই দলীয় প্রধানকে মুক্ত করতে হবে।

সোমবার ঢাকার মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণ অনশন কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। ঢাকায় পুলিশি বাধা ছাড়াই সকাল নয়টায় শুরু হয়ে সাত ঘণ্টার গণ অনশন কর্মসূচি শেষ হয় বিকেল চারটায়।

রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা শহরেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। অন্তত পাঁচটি জেলায় পুলিশ কর্মসূচিতে বাধা দিয়েছে।

বিষয়সমূহঃ