ঢাকা বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিত্তিহীন মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি ভিত্তিহীন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। আমরা ঘৃণাভরে এ রায় প্রত্যাখান করছি।’
রায়ের প্রতিক্রিয়ায় ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল এসব কথা করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার প্ররোচিত হয়ে আদালত খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। এই মামলার খালেদা জিয়া জড়িত ছিল না। আমরা রায়ের কপি পেয়ে আপীল করবে। উনি (খালেদা জিয়া) খুব শিগগিরই জামিন পাবেন।’
খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশকে ‘প্রতিহিংসার রায়’ আখ্যা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকারের সঙ্গে আতাত করে আদালত এ রায় দিয়েছে আদালত। মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা হতে পারে না। এ মামলায় রাষ্ট্রপক্ষ সঠিক সাক্ষ্য প্রমাণ দাখিল করতে পারেনি। আমরা আজ রায়ের সার্টিফিকেট কপি পেলে রবিবার আর রবিবার পেলে সোমবার আপীল করবে।’
মেজর হাফিজ উদ্দিন আহমদ ভাইস চেয়ারম্যান ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। বাংলাদেশের জনগণকেওকেও সন্তুষ্ট করতে পারেনি। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবাই জানি নিম্ন আদালতে কোনো স্বাধীনতা নেই। আইনজীবীরাও আদালতের স্বাধীনতার জন্য আন্দোলন করছেন । চীফ জাস্টিজ স্বাধীনতারর কথা বলেন। মাজদার হোসেন মামলায় এ ধরনের একট রায় আছে। আজও নিম্ন আদালত সরকারের ওপর নির্ভরশীল। এই রায়ে আমরা বিক্ষুব্ধ। এটি একটি মিথ্যা মামলা ছিল।’
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম