ঢাকা রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
গাইবান্ধা সদর উপজেলার খামার চান্দের ভিটায় হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বি হচ্ছেন প্রায় ৫০ জন মানুষ। অনেকে স্বপ্ন দেখছেন হস্তশিল্পকেই পেশা হিসেবে গ্রহণ করবেন। এ কাজ করেই সফলতার সাথে অর্থ আয় করছেন। অনেকে পড়ালেখার পাশাপাশি সংসারেও আর্থিক সহযোগিতা করছেন। এখন হস্তশিল্পকেই পেশা হিসেবে গ্রহণ করছেন অনেকে।
সুমি, রাসিদা, সিমা ২০০৫ সাল থেকে হস্তশিল্পের কাজ করছে মাসুদ হ্যান্ডি ক্র্যাফট এ। এই হ্যান্ডি ক্র্যাফট এ কাজ করে অর্জন করেছে দক্ষতা আবার কেউ বা পরিবারে অর্থের যোগান দিচ্ছেন । এই কাজ করে অনেকে হচ্ছে স্ববলম্বি, আবার বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও।
তাদের এমন সাফল্যে খুশি মাসুদ হ্যান্ডি ক্র্যাফের মালিক মোছা. তাহমিনা বেগম। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং তারাও যেন এরকম হ্যান্ডি ক্র্যাফট এর মালিক হতে পারেন। এমন দোয়া করনে।
ইউপর চেয়ারম্যান এম.এ মাজেদ খান বলেন তার কারখানায় কর্মসাংস্তানের বৃদ্ধি পেয়েছে। মাসুদ হ্যান্ডি ক্র্যাফট এর এমন ভালো উদ্যেগে আমি অনেক খুশি। তাদের যেকোন সহযোগিতায় আমি পাশে থাকবো।
হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হোক সমাজের পিছিয়ে পড়া সকল নারী-এমনটাই প্রত্যাশা সকলের।
লেখক: কমিউনিটি ফেলো, রেডিও সারাবেলা।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম