ঢাকা সোমবার | ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তিন সন্তান আরিয়ান, সোহানা এবং আব্রামের পর বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও বাবা হওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি স্টার প্লাসের নতুন টক শো’য়ের সঞ্চালনা করতে গিয়েই এমন মন্তব্য করেছেন শাহরুখ । তিনি সেখানে তাদের চতুর্থ সন্তান নেওয়ার পরিকল্পনার কথা জানান। শাহরুখ খান তার চতুর্থ সন্তানের নাম হবে ‘আকাঙ্ক্ষা’ এমনটাও বলেন।
জানা যায়, নতুন টক শো’র রেকর্ডিংয়ের সময় শাহরুখকে আকাঙ্ক্ষা শব্দটি উচ্চারণ করতে বলা হয়। কিন্তু এই শব্দটি বলতে গিয়ে শাহরুখকে বারবার রিটেক দিতে হয়।
তখনই শাহরুখ বলেন,’ আমি বার বার এই নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খাচ্ছি। এর আগে কখনও এমন হয়নি। আমার মনে হয় আমি চতুর্থ সন্তানের কথা ভেবে ফেলেছি এবং ওর নাম রাখব আকাঙ্ক্ষা ।
যদিও শাহরুখের অসাধারণ সেন্স অব হিউমারের কথা সবার জানা। তবুও হঠাৎ করে আবার সন্তানের কথা বলে ইন্ডাস্ট্রিতে নতুন করে জল্পনার সৃষ্টি করেছেন বলিউডের এই সুপারষ্টার।।
বর্তমানে শাহরুখ খান আনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই । এ বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
সূত্র : ইণ্ডিয়া.কম
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম