ঢাকা মঙ্গলবার | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৩:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কর্মশালা

tesst

অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবেন।সকাল ১০টায় কর্মশালা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক বিশিষ্ট প্লাজমা বিজ্ঞানী অধ্যাপক ড. এ এ মামুন। এছাড়াও অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. শরিফ হোসেন।

সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাইবার সচেতনতায় নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে এ কর্মসূচি সারা দেশে চলছে। মঙ্গলবার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মশালায় অংশ নিতে নিবন্ধন করতে হবে এই ঠিকানায়: 

কর্মশালায় সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি আইন ও সামাজিক কাজে নেতৃত্বে বিষষয়ভিত্তিক আলোচনা করা হবে। স্বেচ্ছাসেবী এই কার্যক্রম আগামী ২০ মে চতুর্থ বর্ষে পদার্পণ করছে।

আগামীনিউজ২৪.কম/কেএম