ঢাকা শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২৮ জুন, ২০১৮ | ১৩:১৬

দ্রুত সুস্থ হচ্ছেন মার্সেলো

tesst

চোট যতটা গুরুতর ভাবা হয়েছিল তত গুরুতর নয়। পিঠে হালকা একটু টান লেগেছিল—এতটুকুই। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন মার্সেলো— মনে করা হচ্ছে এমনটাই। ওদিকে মার্সেলো নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন, বিশ্বকাপে বাকি ম্যাচগুলো খেলার স্বপ্ন এখনো বহাল তবিয়তেই বেঁচে আছে তাঁর। দ্রুতই সুস্থ হচ্ছেন তিনি।গতকাল সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দশ মিনিটেই পিঠের চোটে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক মার্সেলো। চোখে পানি দেখে সবাই ভেবেছিল বিশ্বকাপটাই বুঝি শেষ হয়ে গেছে তাঁর! ব্রাজিল ফুটবল ফেডারেশন আশ্বস্ত করেছে মার্সেলোর চোট গুরুতর কিছু নয়

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠে গেছে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে মার্সেলোকে নিয়ে বড় দুশ্চিন্তাই ভর করেছিল কোচ তিতের মাথায়। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় পিঠের চোটে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে। গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়া মাঠে নামাটা খুব স্বস্তির ছিল না ব্রাজিলের জন্য। তবে সেই দুশ্চিন্তা-দুর্ভাবনা কেটে গেছে আপাতত। ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন জানিয়েছেন, খুব গুরুতর কিছু নয় মার্সেলোর চোট।

মার্সেলোর বিকল্প হিসেবে ব্রাজিল স্কোয়াডে যিনি আছেন, সেই ফিলিপে লুইস অবশ্য কাল বুঝিয়ে দিয়েছেন, মার্সেলো না থাকলেও ব্রাজিলের চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের মূল লেফটব্যাক হতে তিনিও প্রস্তুত। এ কারণেই হয়তো মার্সেলো সুস্থ হলেও তিতে পরবর্তী ম্যাচে ঝুঁকি নিয়ে তাঁকে নাও খেলাতে পারেন, দ্বিতীয় রাউন্ডের মূল একাদশে দেখা যেতে পারে ফিলিপে লুইসকে।

বিষয়সমূহঃ