ঢাকা বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২১ এপ্রিল, ২০১৮ | ২২:৪০

নির্মাণ শ্রমিক ওয়ার্নার

tesst

কয়দিন আগেও রাজার মতো ক্রিকেট পিচে দাপট ছিল তার। কথা ছিল দক্ষিণ আফ্রিকা সফর শেষেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন। কিন্তু ওই সফরেই বল টেম্পারিং কেলেঙ্কারি করে এক বছর নিষিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে খেলা হয়নি আইপিএলে। ফলে এবছরের ১২ কোটি রুপিও গচ্চা গেছে । এমন অবস্থায় মজুরের বেশে দেখা দিলেন সাবেক অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। না ভুল ভাবছেন ওয়ার্নার টাকার অভাবে নির্মাণ শ্রমিকের কাজ করছেন না। আসলে তার সময় কাটছে না। আইপিএলের চলতি একাদশ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়ে আরেকটি ট্রফি জেতানোর টার্গেট ছিল তার। কিন্তু এ বছর অন্তত সেটা হচ্ছে না। তাই নিজেকে ব্যস্ত রাখতে অন্য উপায় খুঁজে নিয়েছেন ওয়ার্নার ফলে হয়েছেন শখের নির্মাণশ্রমিক। যে কারণে ব্যাটের পরিবর্তে তার হাতে শোভা পাচ্ছে ড্রিল মেশিন আর হেলমেটের পরিবর্তে শ্রমিকদের হ্যাট।

আসলে নিজের নির্মাণাধীন বাড়ির পেছনেই এই শ্রম দিচ্ছেন ওয়ার্নার। প্রায় ১ কোটি ডলারের বাড়িটা ওয়ার্নাররা বানাচ্ছেন লারলাইন উপসাগরমুখী একটি জমিতে। ২০১৫ সালে ৪০ লাখ অস্ট্রেলিয়ান ডলারে এই ব্যয়বহুল অঞ্চলে জমি কিনেছিলেন ওয়ার্নার। হঠাৎ পাওয়া ‘অবসর’ সময়টা তাই স্বপ্নের বাড়ি বানাতে ব্যয় করছেন তিনি। স্বামীর এসব কর্মকাণ্ডের তথ্য সোশ্যাল সাইটে ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।

ওয়ার্নারকে উৎসাহ দিতে পুরো পরিবারই অবশ্য হাজির হয়েছে নির্মাণাধীন বাড়িতে। হার্ড হ্যাট পরা দুই কন্যা আইভি মে ও ইন্ডিরের ছবি পোস্ট করে ক্যান্ডিস লিখেছেন, ‘মিষ্টি মেয়ে দুটি আজ সকালে তাদের ভবিষ্যত শোয়ার ঘরের অবস্থা দেখতে এসেছে।’

বিষয়সমূহঃ