ঢাকা রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২ জুলাই, ২০১৮ | ১৫:২২

পঞ্চগড়ে কলা চাষ জনপ্রিয় হচ্ছে

tesst

বিগত বছরগুলোতে সাগর কলা চাষ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকরা বলছেন কলা চাষ বেশ লাভজনক । কলা চাষে খরচ কম,লাভ বেশি।
জেলার দেবীগঞ্জ নগরপাড়া গ্রামের কৃষক জহিরউদ্দীন জানান,এক বিঘা জমিতে কলা লাগানো যায় প্রায় ৪শ গাছ। গাছ লাগানো থেকে শুরু করে ১১ মাসের মধ্যে কলা কর্তন করা যায়। এর মধ্যে কলা পাওয়া যায় ৩শ থেকে ৩৩০ টি গাছে। নানা কারণে বাকি গাছগুলো জমিতে টিকে থাকে না। কলা চাষে বিঘা প্রতি খরচ হয় ২৮ হাজার টাকা।
একই গ্রামের কলা চাষী কৃষক মহিউদ্দীন জানান, কলার প্রকার ভেদে ২৫ হাজার টাকা থেকে নামিয়ে ২৩ হাজার টাকা দরে প্রতি ১শ কলার পিড় বিক্রি হচ্ছে। কলার পিড় আগাম পাইকারদের কাছে বিক্রিও করা যায়। এটি কৃষকদের বাড়তি সুবিধা। গড়ে এক বিঘা জমি থেকে ৭০ থেকে ৭৫ হাজার টাকার কলা বিক্রি করা যায়। খরচ বাদে লাভ থাকে বিঘা প্রতি ৪০ হাজার টাকার উপরে।
দেবীগঞ্জের আর এক কৃষক আমির আলী বলেন, আমি এবার ২ বিঘা জমিতে কলা লাগিয়েছি। এখনও কলা বিক্রি শুরু করিনি। কলার ফলন দেখে মনে হচ্ছে সব খরচ বাদে কলা বিক্রি করে ৭০ হাজার টাকা আয় আসবে।
জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার ৩২শ একর জমিতে কলার চাষ হয়েছে। কলার বাগানে সাথী ফসলও করা যায়, এটি বাড়তি আয়ের পথকে সুগম করে। তাই দেবীগঞ্জসহ জেলায় কলা চাষে চাষীরা আগ্রহী হয়ে উঠছেন বলে কৃষি কর্মকর্তারা জানান।

বিষয়সমূহঃ