ঢাকা বুধবার | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনীতি প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৯:৩৪

পুঁজিবাজারে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন, ডিএসই সূচক কমেছে ২.২১%

tesst

দেশের পুঁজিবাজারে বড় ধরনের ধস নেমেছে। প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সপ্তাহের প্রথম দিন রোববার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে ২০১৫ সালের ২৬ এপ্রিল ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ পতন হয়। ওই ২ দশমিক ৩৩ শতাংশ কমে সূচক ৪ হাজার ৯৪ পয়েন্টে নামে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৫ দশমিক ৯০ পয়েন্টে ডিএসইএক্স সূচক চালু হয়। একই বছরের ২১ জুলাই এর আগের সর্বোচ্চ দরপতন হয়। সেদিন সূচক ৩ দশমিক ১৬ শতাংশ কমে ৪ হাজার ৯০ পয়েন্টে ঠেকেছিল।

এদিকে, ব্যাপক দরপতনের মুখে বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতা এবং শীর্ষ ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা এতে যোগ দেবেন।