ঢাকা বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২০ মার্চ, ২০১৮ | ১১:২১

প্রিয়ক-প্রিয়ন্ময়ীর জানাজায় মানুষের ঢল

tesst

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত আলোকচিত্রী এফ এইচ প্রিয়ক ও তার কন্যা তামারা প্রিয়ন্ময়ীর নামাজে জানাজা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজ মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই কলেজে পড়শোনা করেন এফ এইচ প্রিয়ক।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টার দিকে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজের শহীদ মিনারের পাদদেশে তাদের মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এসময় প্রিয়কের সহপাঠী, বন্ধু, অভিভাবক ও স্থানীয় জনগণ শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আকতার ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. সোহেল রানা মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।

ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্ন জয়িনা বাজারের পশ্চিম পাশের একটি খোলা মাঠে অপর জানাজা শেষে প্রিয়ক-প্রিয়ন্ময়ীকে তাদের বাড়ির সামনে ফুলের বাগানে সমাহিত করা হবে।

বিষয়সমূহঃ