ঢাকা বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৪ জুন, ২০১৮ | ২১:২৪

বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা তদন্তের দাবি ইইউয়ের

tesst

বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে সংস্থাটির ঢাকার কার্যালয়।

মাদকবিরোধী অভিযানে গত ৪ মে থেকে এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে সংস্থাটি বিবৃতিতে বলেছে, বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড ও দেশের আইন অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সরকার।

আমরা আশা করি, সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সব মৃত্যুর ঘটনা তদন্ত করবে। এসব ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

বিষয়সমূহঃ