ঢাকা মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২০ মে, ২০১৮ | ১৭:৫১

বসনিয়ায় এরদোগানকে হত্যা পরিকল্পনা ব্যর্থ

tesst

বসনিয়া সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদাগানকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু। তুরস্কের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে গত রোববার তুরস্কের একটি গোষ্ঠী তাকে যে হত্যার পরিকল্পনা নেয় তা মেসিডোনিয়ার রাজধানী স্কোপজি থেকে কয়েকজন তুরস্কের নাগরিক অবহিত করে। এছাড়া পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সংস্থা তুরস্কে এধরনের হত্যা পরিকল্পনার কথা জানায়।

তুরস্ক সরকারের মুখপাত্র বেকির বোজদাগ বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান ভীত নন, তিনি বসনিয়া সফর করবেন এবং তার বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হবেন না। রোববার বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক সমাবেশে ভাষণ দেবেন। ১৯৮৪ সাল থেকে তুরস্কে কুর্দিস্তান প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র আন্দোলন চলে আসছে এবং এরা তুরস্কের সরকারের কাছে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী হিসেবে বিবেচিত।

এদিকে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে আচরণ করছে তার সঙ্গে নাজিদের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৭৫ বছর আগে ইউরোপে ইহুদিদের সঙ্গে যে নির্যাতন করা হয়েছিল তার সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের কোনো পার্থক্য নেই। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের ঘটনার পর তিনি ওআইসির বিশেষ বৈঠক ডাকেন এরদোগান। এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিদের সাথে যে নিষ্ঠুর আচরণ করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। তিনি দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত মুসলমানদের রক্তে রঞ্জিত।

বিষয়সমূহঃ