ঢাকা বুধবার | ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
১৮ জুলাই, ২০১৮ | ১২:৩৮

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত রবার্ট মিলার

tesst

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার (১৭ জুলাই) বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে তার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মিলার।

তবে বাংলাদেশে যোগদানের আগে মিলারের মনোনয়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাগবে।

বতসোয়ানায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেরিন সেনা হিসেবে কর্মরত ছিলেন মিলার।

মাতৃভাষা ইংরেজি ছাড়াও ফরাসি, স্প্যানিশ এবং ইন্দোনেশীয় ভাষায় পারদর্শী এই মার্কিন কূটনীতিবীদ।

বিষয়সমূহঃ