ঢাকা বুধবার | ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
১৬ নভেম্বর, ২০১৮ | ০০:১২

বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার জাকির

tesst

বিশেষ প্রতিবেদক: বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট পরিবেশবাদী আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জাকির দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বাগেরহাটবাসীর কল্যাণে কাজ করতে তিনি প্রতিষ্ঠা করেছেন বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার থাকায় রাজনৈতিক দলের কাছে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে এ সংসদীয় এলাকা। আসনটিতে ১৯৯১ সালে বিএনপি জিতলেও পরের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। আবার ২০০১ সালে আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। আর সবশেষ দুই নির্বাচনে আসনটি রয়েছে আওয়ামী লীগের ঘরে।

মনোনয়ন পেলে এ আসনটি পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী ব্যারিস্টার জাকির। তিনি বলেন, এলাকার মানুষের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এ অঞ্চলকে মডেল আসন হিসেবে রুপান্তরিত করব।

বিষয়সমূহঃ