ঢাকা শুক্রবার | ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতি প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০১৮ | ১৭:৪৬

বাণিজ্য মেলার সময় বাড়ল

tesst

চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে।

রোববার মেলা সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে।

গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা। তবে চারদিন সময় বাড়ায় মেলা হবে আগামী ৪ ফেব্রুয়ারি।

এবার মেলার শুরুতে তীব্র শীতের কারণে তেমন জমেনি বিধায় যথাযথ পণ্য প্রদর্শন করা সম্ভব হয়নি— এমন কারণ দেখিয়ে ক্ষতি পোষাতে মেলার সময় পাঁচদিন বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বিষয়সমূহঃ