ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কোনো ওয়েবসাইটে ঢুকে কিছু হয়তো খুঁজে দেখলেন বা গুগলে কিছু খুঁজলেন। এরপর থেকে আপনি যে ওয়েবসাইটেই যান না কেন সেই জিনিসের বিজ্ঞপন যেন আপনাকে তাড়া করতে থাকে। যে ওয়েবসাইটই খুলবেন দেখবেন চারদিকে শুধু সেই জিনিসের বিজ্ঞাপন।
বিরক্তিকর এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হচ্ছে প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীকে।
তবে এবার হয়তো মুক্তি মিলতে যাচ্ছে এই যন্ত্রণার হাত থেকে। আর মুক্তির উপায়টি নিয়ে এসেছে গুগল নিজেই!
মার্কিন সার্চ জায়ান্ট গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, এখন কেউ চাইলে এই বিজ্ঞাপন ‘মিউট’ করে দিতে পারবে।
‘রিমাইন্ডার অ্যাড’ নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলো অনেকের কাছেই যন্ত্রণা। অনলাইনে কোনো পণ্য কেনার জন্য সার্চ করলে সঙ্গে সঙ্গে শুরু হয় এই বিজ্ঞাপনের যন্ত্রণা।
গুগল অবশ্য দাবি করছে, এই ‘রিমাইন্ডার অ্যাড’ লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।
গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব ওয়েবসাইট, তারা এখন কোনো ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই ‘মিউট’ বা ‘হাইড’ করা যাবে।
তবে এ ধরনের বিজ্ঞাপন পুরো বন্ধ বা ‘অপট আউট’ করার কোনো অপশনের কথা গুগল এখনো ভাবছে না।
যাদের গুগল অ্যাকাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে ‘রিমাইন্ডার অ্যাড’ পাঠাচ্ছে। সূত্র: বিবিসি
বিষয়সমূহঃTags: ইন্টারনেট অ্যাড, গুগল, গুগলের অ্যাড, বিজ্ঞাপন
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম