ঢাকা বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ জন ক্রিকেটারের মধ্য থেকে ৬ জনকে বাদ দিয়ে ১০ জনকে রেখে নতুন চুক্তি করা হয়েছে আজ।
চুক্তিভুক্ত ১০ ক্রিকেটার হলেন-মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ,রুবেল হোসেন এবং তাইজুল ইসলাম।
নতুন চুক্তিতে থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক সৈকত, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
নতুন চুক্তিতে আরও তিনজন তরুণ উঠতি ক্রিকেটারকে যোগ করা হবে। কিন্তু তারা কারা তা এখনও চূড়ান্ত হয়নি।
১০ জনের চুক্তি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, কেউ কেউ নতুন চুক্তিকে যথার্থ বললেও বেশ অনেকেই দ্বিমত পোষণ করছেন, ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ডের অধীনে মাত্র ১৩ জন চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকবে তা মানা যায় না, এতে করে নিয়মিত ক্রিকেটারদের অনুৎসাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত বাকি সব ধনী বোর্ডের অধীনে ভারত সহ বিভিন্ন ক্যাটাগরীতে ৩০ জনের মতো ক্রিকেটার থাকে চুক্তিবদ্ধ , সেখানে বিসিবির ১০/১৩ জনের চুক্তি বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম