ঢাকা শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
১০ জুন, ২০১৮ | ১৬:২৯

ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলার বাঘিনীরা

tesst

ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত। এতে জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশের মেয়েরা।

তবে বাংলাদেশি নারীদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। টি-টোয়েন্টির ফরম্যাটের এ ম্যাচে ইনিংসের শেষ বলে সর্বোচ্চ ৫৬ রান করা ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরকে আউট করেন খাদিজাতু কুবরা। ৪২ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান কৌর।

১১ রান করা ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসমস্যান মিতালি রাজকে এর আগে বিদায় করেন খাদিজাতুল কুবরা। জাহানারা আল ফেরান দিপ্তি শর্মাকে। স্মৃতি মানধানা রান আউট হন। তবে অর্জুন পাতিল অবসট্রাকিং দ্য ফিল্ড হয়ে আউট হন।

বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ দু’টি করেন এবং সালমা খাতুন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।

১১৩ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ।

ক’দিন আগেও যেখানে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে সাকিব – তামিমরা ‘ধোলাই’ হয়ে আসার পর ক্রিকেটপাড়ায় রীতিমত ‘হতাশার মেঘ’ উড়ছিল। ঈদুল ফিতরের আগে অমন ‘পিছলে পড়া’ বাংলাদেশ দেখে ঈদই যেন ‘মাটি’ হয়ে যাচ্ছিল লাল-সবুজের ক্রিকেট সমর্থকদের। কিন্তু সালমা খাতুন-রুমানা আহমেদরা যে ভিন্ন কিছু ভাবছিলেন।
সেই হতাশার মেঘ উড়িয়ে দিয়ে বাংলাদেশের বাতাসে তারা ছড়িয়ে দিলেন ঈদের আনন্দ। কুয়ালালামপুর আবারো সাক্ষী হলো ইতিহাসের। এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এ ইতিহাস গড়লো টাইগ্রেসরা।

বিষয়সমূহঃ