ঢাকা বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মেলার প্রথম দিন থেকেই দাঁড়িকমা’র ৬৬৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে মাহফুজ ফারুকের ‘কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং ছোটদের পাঠ’ বইটি।
সারাদেশে বর্তমানে ১৭টি কমিউনিটি রেডিও সম্প্রচারে রয়েছে। সম্প্রচার অপেক্ষমাণ রয়েছে আরো ১৫ টি। সবগুলো কমিউনিটি রেডিওতে রয়েছে চাইল্ডক্লাব এবং শিশুদের দ্বারা নির্মিত শিশুদের অনুষ্ঠান ও সংবাদ। কমিউনিটি রেডিওতে শিশুদের কাজের ক্ষেত্র, ধরণ ও সুযোগগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ গ্রন্থের অবতারণা। শুধু কমিউনিটি রেডিও-ই নয়; অন্য কোনো রেডিওতে কাজের জন্য শিশু-কিশোরদের, তাদের অভিভাবকদের এবং রেডিও কর্মীদৈর জন্য কাজে লাগবে। বইটির ফ্ল্যাপ লিখেছেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান।
বিষয়সমূহঃTags: কমিউনিটি রেডিও, ছোটদের বই, মাহফুজ ফারুক
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম