ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলা প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৮:০০

মেলার প্রথম দিনে দীপু মাহমুদের দুটি বই

tesst

মূলত গদ্য লেখেন তিনি, সবার জন্যই লেখেন। শিশু-কিশোর থেকে শুরু করে বড়রা- সবার জন্যই সমান চলে তাঁর কলম। গড়াইপাড়ের এই মানুষটি তাঁর কথার মতোই সৌম্য।

২০০৮ সাল থেকে লেখা প্রকাশ পাচ্ছে তাঁর। মূলত গদ্যলিখিয়ে দীপু মাহমুদ ২০০৮ সালে হাজির হন তাঁর প্রথম বই নিয়ে। যেটি ছিল একটি গল্পগ্রন্থ। এরপর লিখেছেন অক্লান্ত, বিরতি নেননি। ইতিমধ্যে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৫টি। আর এ বইমেলায় আসছে তাঁর ১০টি বই।

বড় আর ছোটদের জন্য গল্প-উপন্যাস ছাড়াও তিনি লিখেছেন বেশ কয়েকটি গবেষণা গ্রন্থ।

আজ বইমেলার প্রথম দিনে আসছে তাঁর দুটি উপন্যাস। ভূমিরেখা আর বরপুত্র। ভূমিরেখা প্রকাশ করছে পার্ল পাবলিকেশন্স আর বরপুত্র আসছে সময় প্রকাশনের ব্যানারে।

এ ছাড়াও আসছে আরো ৮টি বই। এর মধ্যে আছে কিশোর উপন্যাস সমুদ্রে ভয়ংকর, কিশোর সায়েন্স ফিকশন ভবঘুরে মহাকাশচারী, গল্প সংকলন গহীনে যাই, কিশোর গল্প সংকলন নির্বাচিত কিশোর গল্প আর মুক্তিযুদ্ধের কিশোর গল্প, কিশোর সায়েন্স ফিকশন গল্প সংকলন নীলার রোবট বন্ধু, শিশুতোষ গল্প সাদা পাথর আর ইশকুলে পল্টু রাজা।