ঢাকা বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়া ডেস্ক
২২ জানুয়ারি, ২০১৮ | ১৩:০৩

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় বার্সার

tesst মেসি ও সুয়ারেজের জোড়া গোলে রোববার রাতে রিয়াল বেতিসের মাঠ থেকে বড় জয় নিয়েই ফেরে বার্সেলোনা— এএফপি

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এ দু’জনের জোড়া গোলের পাশাপাশি ইভান রাকিতিচের গোলে ৫-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

রোববার রাতে রিয়াল বেতিসের মাঠে অনুষ্ঠি ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনাকে ঠিক ছন্দে দেখা যাচ্ছিল না। তবে বিরতির পরই পাল্টে যায় চিত্র। দ্বিতীয়ার্ধেই দুটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মাঝমাঠ থেকে সুয়ারেসের দেওয়া পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে নেন রাকিতিচ। মিনিট পাঁচেক পর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

মেসি গোল করার মিনিট পাঁচেক পর ডি-বক্সের মধ্যে রাকিতিচের বাড়ানো বল ভলিতে জালে জড়িয়ে বার্সেলোনাকে আরও এগিয়ে নেন সুয়ারেজ। ম্যাচের ৮০তম মিনিটে আবারও গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন মেসি। ম্যাচ শেষ হওয়ার আগে রিয়াল বেতিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুয়ারেজ। ৮৯তম মিনিটে মেসির পাস থেকে জোড়ালো শটে গোল করে দলকে ৫-০ গোলের ব্যবধানে বড় জন এনে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় ২০ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০।

দিনের অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারানো রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে।