ঢাকা বৃহস্পতিবার | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার এক বছর পূর্তির ক্ষণ গুনছেন, ঠিক তখনই পড়লেন বড় ধরনের রাজনৈতিক সংকটে। সরকারের বাজেট বাড়ানো নিয়ে মার্কিন সিনেটে উত্থাপিত একটি বিল পাস না হওয়ায় দেশটির সরকারি কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
গত বছরের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তার শপথ গ্রহণের এক বছর পূর্তির আগের রাতেই তহবিল সংকটে দেশটির সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেল।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বাজেট বাড়ানো নিয়ে প্রস্তাবিত বিলটি বৃহস্পতিবার রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ২৩০-১৯৭ ভোট পাস হয়। সিনেটে বিলটি পাসের শেষ সময় ছিল শুক্রবার মধ্যরাত (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়)। তবে সিনেটে তা ৫০-৪৯ ভোট পায়, যেখানে প্রয়োজন ছিল অন্তত ৬০ ভোট।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহে অর্থ বরাদ্দ প্রশ্নে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট এমপি-মন্ত্রীদের মধ্যে ঐক্য অর্জন সম্ভব না হওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকারের কাজকর্মে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ছাড়াও বাধাগ্রস্ত হতে পারে উদ্যান ব্যবস্থাপনা, খাদ্যনিরাপত্তাসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ।
বলা বাহুল্য সরকারি কাজ বন্ধ হলে দেশটির অনেক জনগণই তাৎক্ষণিভাবে ভোগান্তিতে পড়বে এবং এর জন্য ওয়াশিংটনের রাজনৈতিক প্রতিষ্ঠানের বিভক্তিকে দায়ী করবে।
সিনেটরদের মতবিরোধের কারণে এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৩ সালে সর্বশেষ মার্কিন সরকারের তহবিল বন্ধ হয়ে গিয়েছিল। টানা ১৬ দিন ওই অচলাবস্থা বজায় ছিল। তহবিল সংকটের কারণে সে সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনেক কর্মী ছুটি নিতে বাধ্য হন। এছাড়া তহবিল সংকটে বন্ধ হয়ে যায় দেশটির কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অনেক দপ্তর।
বিষয়সমূহঃTags: ট্রাম্প, ট্রাম্প প্রশাসন, মার্কিন প্রশাসন, যুক্তরাষ্ট্র
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম