ঢাকা শনিবার | ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশী শিক্ষার্থী ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেই একবারে তিন বছরের ভিসা দেওয়া হবে।
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বুধবার (১৮ জুলাই) কৃষিবিদ ইনস্টিটিউটে ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। গত দশ বছরে জিডিপি বিশ্বে অন্যতম সর্বোচ্চ পর্যায়ে। এমন অবস্থায় দুই দেশের
মানুষে মানুষে যোগাযোগকে গুরুত্ব দেয় ভারত। তাইতো ২০২৭ সালে ১৪ লাখ বাংলাদেশী ২০১৭ সালে ভিসা নিয়ে ভারত ভ্রমণে গেছেন।
বাংলাদেশী স্টুডেন্ট ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেই একবারে তিন বছরের ভিসা দেওয়া হবে বলে জানান।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে ঢাকা ও চট্টগ্রামে এ মেলার আয়োজন করা হয়েছে।
ঢাকায় দুই দিনব্যাপী মেলায় ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠান যোগ দিয়েছে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম