ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
১০ ফেব্রুয়ারি, ২০১৮ | ১১:২৭

সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের

tesst

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ও পরবর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ রায় নিয়ে বাংলাদেশে সব পক্ষকে শান্তি বজায় রাখতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এসব কথা জানান। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আইএনএসের।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ বাংলাদেশে কোনো দূত পাঠাবে কি-না এ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, ‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। রায়-পরবর্তী সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। পর্যক্ষেণ শেষে এ নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার প্রতিক্রিয়া জানাবেন।’

শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িত হয় কি-না তা নিয়ে জাতিসংঘ কতটুকু অবগত- প্রশ্ন করা হয় ফারহান হককে। উত্তরে প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘শান্তিরক্ষীরা মানবাধিকার লঙ্ঘনে জড়িত কি-না তা নিশ্চিতভাবে যাচাই করা হয়।’

খালেদা জিয়ার রায়ে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে প্রভাব পড়বে কি-না- এ নিয়ে প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমরা কিছু বলতে পারি না। পরিস্থিতি মূল্যায়নের পর এ নিয়ে বিস্তারিত বলা যেতে পারে। আর আমরা অবশ্যই সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে।’

এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, খালেদা জিয়ার রায়ের পর ঢাকার পরিস্থিতির দিকে দিল্লিও গভীরভাবে নজর রাখছে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এক হাইকমিশনার। তবে এ রায়কে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে এতে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা দিল্লির নেই বলেও মনে করেন। যদিও বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিষয়সমূহঃ