ঢাকা বৃহস্পতিবার | ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
কাকরাইলের অডিট ভবনে বুধবার সকালে সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডিজিটাল সুবিধার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্বের সাথে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
দেশকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্রের হার ১৪ শতাংশে নামিয়ে আনা হবে।
বিটিআরসির হিসেবে বাংলাদেশে ৮ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অডিট ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।
আগামীনিউজ২৪.কম/৩১ জানুয়ারি ২০১৮/কেএম
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম